কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় রাজিব মানিক (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর আরোহী আহত হয়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ত্রিশ এলাকার ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব মানিক উপজেলার রামচন্দ্রপুর আমিননগর এলাকার মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজিব মানিক মোটরসাইকেল যোগে কোম্পানীগঞ্জ থেকে মুরাদনগর যাওয়ার পথে অপর একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে। এতে মোটর সাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে পড়লে অপরদিক থেকে আসা একটি গাড়ীর চাকার নিচে পরে মাথা থেতলে যায়।
এতে ঘটনার স্থলেই তার মৃত্যু হয় এবং পিছনে থাকা মাওঃ গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মনজুর আলম নতুন কুমিল্লা ডটকমকে তথ্যটি নিশ্চিত করেছেন।