কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা নগরীতে কিশোর অপরাধী চক্রের দৌরাত্ম্য বাড়ছে

প্রতীকী ছবি

কুমিল্লা নগরীতে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। মহানগরীতে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেউ কেউ কিশোর বয়সে জড়িয়ে পড়ছে খুন করার মতো ভয়ংকর অপরাধের সাধে। এদের রয়েছে বিভিন্ন কিশোর গ্যাং বা গ্রুপ। যে কোনো অপরাধে জড়াতেই তারা ভয় পাচ্ছে না।

অপরাধ জগতে পা বাড়ানো এসব কিশোর শিক্ষার্থীদের দ্বারাই সংঘটিত রোমহর্ষক ঘটনায় অভিভাবকসহ নগর বাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের কর্মকর্তা, শিক্ষক-অভিভাবক, আইনজীবী ও সচেতন নাগরিকের সঙ্গে কথা বলে কিশোর বয়সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার নেপথ্যে নানা কারণ ওঠে আসে।

সূত্র মতে, সম্প্রতি স্কুল শিক্ষার্থীরা কিশোর গ্যাং গ্রুপের কয়েকটি ঘটনায় নগরজুড়ে আলোচনার ঝড় তুলে। তুচ্ছ ঘটনায় গত ২১ এপ্রিল রাতে ঠাকুরপাড়া এলাকায় কিশোর অপরাধীদের হাতে ছুরিকাঘাতে নিহত হয় মুমতাহিন হাসান মিরণ নামে মর্ডাণ হাইস্কুলের ৮ম শ্রেণির এক ছাত্র। সে জেলার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি বিষ্ণপুর গ্রামের প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সামনে-পেছনে সিটে বসা, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব এবং ‘বড় ভাই ছোট ভাই’ সম্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে এ হত্যাকান্ডে ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. আমিন ও সৌরভ হোসেন পল্টুকে গত ২৫ এপ্রিল ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আমিন নগরীর ঠাকুরপাড়া এলাকার ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ও জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের নোয়াব মিয়ার ছেলে এবং পল্টু স্কুল থেকে ঝরেপড়া কিশোর ও ঠাকুরপাড়ার আলমগীর হোসেনের ছেলে।

এর আগে গত ২১ এপ্রিল বিকালে নগরীর নুরপুর এলাকায় দুই কিশোর ছাত্রের ছুরিকাঘাতে আহত হয়ে ২৩ এপ্রিল মারা যায় অটোরিকশা চালক শাহজাহান।

অভিযোগ উঠেছে, ভাড়া নিয়ে বাগবিতন্ডার জের ধরে স্কুল ছাত্র ইরফান, হূদয় ও তার সঙ্গীয়রা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় দুই দিন পর তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গত ১৬ এপ্রিল কুমিল্লা কালেক্টরেট স্কুলের এক ছাত্রের ছুরিকাঘাতে আহত হয় কুমিল্লা জিলা স্কুলের ছাত্র মারুফ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। এ ঘটনায় দুটি স্কুল কর্তৃপক্ষই কমিটি গঠন করে ঘটনার তদন্ত করছে।

গত ১০ মার্চ নগরীর দিশাবন্দ এলাকায় ক্রিকেট খেলায় তর্ক-বিতর্কের একপর্যায়ে সাজ্জাতুল ইসলাম (১৫) নামে এক তরুণকে নগরীর চর্থা এলাকার ইউসুফ নামের এক কিশোর স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত সাজ্জাতুল নেওড়া হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র ও দিশাবন্দ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায়ও থানায় মামলা করা হয়েছে।

২০১৮ সালের ১১ জুলাই রাতে বাসা থেকে ডেকে নিয়ে কুমিল্লা অজিতগুহ কলেজের ছাত্র অন্তুকে (১৮) নগরীর ধর্মসাগরপাড়ে খুন করে তার সহপাঠীরা। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার হুমায়ূন কবিরের ছেলে। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

২০১৭ সালের ২৭ মে সন্ধ্যায় নগরীর নজরুল এভিনিউ এলাকায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র শাহজাদা ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং। এ ঘটনায় ২৯ মে নিহত শাহজাদার বাবা শহিদ মিয়া বাদী হয়ে স্কুলছাত্র শাফায়েত উল্লাহ শৈকতকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামিদের সকলেই স্কুল ছাত্র। ঘটনার পর দিন মডার্ন স্কুলের ৯ম শ্রেণির ছাত্র অর্পণ আশ্চার্য দীপসহ কয়েকজন স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক দেবরাজ ঘোষ নতুন কুমিল্লা ডটকমকে বলেন, ক্রমবর্ধমান বিশ্বায়নের যুগে অনুপযোগী পাঠক্রম যা ছাত্রদের আকর্ষণে ব্যর্থ, অপসংস্কৃতি চর্চা, মাদক, পর্নোগ্রাফির সহজলভ্যতা, পিতা/অভিভাবকের সান্নিধ্য থেকে দূরে অবস্থান, রাজনৈতিক কিংবা এলাকার ‘বড় ভাইদের’ দ্বারা বিপথগামী হওয়া, অসাধু ছাত্রনেতার সান্নিধ্যসহ নানা কারণে এসব শিক্ষার্থী কিশোর ও তরুণরা অপরাধে জড়িয়ে পড়ছে।

লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম ফারুক নতুন কুমিল্লা ডটকমকে বলেন, পারিবারিক শিক্ষার ধরণ অনেকটা বদলে গেছে। শহরের অনেক পরিবারে পিতা-মাতা দুইজনই কর্মজীবী হওয়ার কারণে একদিকে সন্তান যেমন স্নেহের পরশ পাচ্ছে না, অপরদিকে সন্তানকেও তারা নজরদারি করতে পারছেন না।

তিনি আরও বলেন অভিভাবকের অনুপস্থিতির সুযোগে তারা বাজে সংস্কৃতির চর্চা করছে। প্রযুক্তির অপব্যবহার হচ্ছে। বায়োনিক তথা অতিমানব হওয়ার প্রচেষ্টা দৃশ্যমান। এসব কারণে তারা অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি মনে করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন নতুন কুমিল্লা ডটকমকে জানান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা ও পুলিশ প্রশাসন থেকে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও কিশোর অপরাধী গ্যাংয়ের বিষয়ে প্রশাসন কড়া নজর রাখছে বলে তিনি জানান।

আরও পড়ুন