বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাজী মোঃ জহিরুল হক মাষ্টার (৭১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যয় ঢাকার আনোয়ার খান মর্ডাণ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া……রাজীউন)।
দীর্ঘদিন ধরে তিনি কিডনী রোগ সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
হাজী মোঃ জহিরুল হক মাষ্টার ১৯৮২ সালে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে যোগদান করে ২০০৭ সালে অবসর গ্রহন করেন।
বুধবার (১ মে) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দুপুর ২টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ী উপজেলার রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জহিরুল হক মাষ্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু তাহের, বুড়িচং উপজেলা বিএনপির সেক্রেটারী মোঃ কামাল হোসেন,
উপজেলা যুবলীগের সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, বুড়িচং প্রেস ক্লাবের সেক্রেটারী কাজী খোরশেদ আলম, মরহুম হাজী মোঃ জহিরুল হক মাষ্টারের সহকর্মী মোঃ আবদুস সামাদ,
মোঃ আবদুল ওহাব, মোঃ মজিবুর রহমান, মোঃ রৌশন আলী খান,মাওলানা মোঃ ছাদেকুর রহমান, বুড়িচং সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, আবদুল হালিম খান প্রমুখ।