”শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ দিবসটি পালন করেছে।
মহান মে দিবসের বুধবার (১ মে) সকালে কুমিল্লা মহানগরীতে নবগঠিত কুমিল্লা জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের (রেজিঃ নং-২০৩৮/২০২৪/২০৪৪) এর উদ্যোগে শ্রমিকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল, সদর থানার ওসি আবু সালাম মিয়া অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম,
কুমিল্লা জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ শাহআলম সফি, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রাকিব উদ্দিন রাকিব, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম,
সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তোরাব আলী, কোষাধ্যক্ষ মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক হাজী মোঃ বাবুল,সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল মান্নান তুহিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক,
লাইন সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-লাইন সম্পাদক মোঃ তুহিন,নির্বাহী সদস্য সামাদ খাঁন বাবুল মোঃ আব্দুর রাজ্জাক, রমজানুল হোসেন জুয়েল,মোঃ আমির হোসেন,মোঃ মফিজ সাঈদ,মোঃ আবু তাহের,মোঃ রফিক ও মোঃ আব্দুল হালিম।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ মহান মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১মে সকালে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর।
কোন প্রকার কালো আইন করে অথবা অযথা মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা চলবে না। শ্রমিকদের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করা হলে তা কোন ভাবেই সহ্য করা হবে না। আগামী দিনেও শ্রমিকদের পক্ষে সংগঠনটি আন্তরিকতার সাথে কাজ করে যাবে ইনশাল্লাহ।