কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিজানুর রহমান নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৫ মে) তাকে বরখাস্ত করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা ভূঁইয়া মঙ্গলবার (৭ মে) নতুন কুমিল্লা ডটকমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শ্লীলতাহানির স্বীকার ওই ছাত্রী নতুন কুমিল্লা ডটকমকে জানায়, চলতি বছর পহেলা বৈশাখ সে শাড়ি পরে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওই দিন তাকে পাশের রুমে নিয়ে শ্লীলতাহানি করে মিজানুর রহমান। গত ১ মে রাতে ছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানায়।

পরে গত ২ মে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর কাছে এই বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আল-আমিন নতুন কুমিল্লাকে জানান, রবিবার কুমিল্লা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। মিজানুর রহমান পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের ৫ এপ্রিল যোগদান করেন।

আরও পড়ুন