কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা মুরগী বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল শনিবার (১১ মে) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে বাজার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু রশিদ ছুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিল ও পৌরসভার প্যানেল মেয়র আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী খোরশেদ আলম, শুভপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান সেলিম, যুবলীগ নেতা হাজী লোকমান, পৌর যুবলীগ নেতা মোজাম্মেল হক সোহেল, পৌরসভা মুরগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রুবেল মোল্লা, সাধারন সম্পাদক মোঃ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আদর প্রমুখ।
পৌরসভা মুরগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রুবেল মোল্লা আমন্ত্রণে বাজারের ব্যবসায়ীরাসহ প্রায় দেড় শতাধিক রোজাদার ব্যক্তি ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌরসভার শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্যাহ।