কুমিল্লায় মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ এমদাদুল হক মারুফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের বাড়িতে সোমবার (১৩ মে) ভোরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা ও ১টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটক হওয়া এমদাদুল হক মারুফ পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ার ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার নতুন কুমিল্লা.কমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমদাদুল হক মারুফের বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে এমদাদুল হক মারুফের বসত ঘর থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা এবং ১টি মোবাইল সেটসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।