কুমিল্লা নগরীতে ছুরি-ছিনতাইয়ের ঘটনা রেড়েই চলছে। ঈদকে নামনে রেখে কয়েকটি সংঘবদ্ধ চক্র সড়কে দাড়িয়ে ছিনতাই বা দোকানে চোখের পলকে চুরি করে নিয়ে যাচ্ছে নগদ অর্থ ও মূল্যবান জিনিষপত্র।
সূত্র মতে, রবিবার (১২ মে) কুমিল্লা শহরের ভিক্টোরিয়া কলেজ রোডস্থ আল-আমিন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বদিউল আলম নাছির তারাবির নামাজ পড়তে যাওয়ার পরপরই দুই তিন জনের একটি দল তার দোকান থেকে নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
চোরের দলটি দোকানের সামনে চাদর বিক্রির বাহানায় দোকানের শার্টারের সামনে দাঁড়ায় এবং একজন তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সব টাকা পয়সা ও মোবাইল সেট নিয়ে যায়।
অপর দিকে, নগরীর রানীর দিঘীর পূর্ব পাড় পুলহার হোস্টেল সংলগ্ন রাজগঞ্জ সড়কের মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ২/৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রকাশ্যে। যা দেখে স্থানীয়রাও জীবন ঝুঁকির কারণে প্রতিবাদ করেন না।
এদিকে রাসেল চৌধুরী নামে এক ব্যক্তি জানান, রবিবার (১২ মে) দুপুরে রিকশা চালকসহ তিনজনের একটি দল কান্দিরপাড় থেকে রিকশায় থাকা খন্দকার হক ম্যানশনের কাসিক্যাল ব্রান্ডের দোকানের সোয়া লাখ টাকার নতুন কাপড় মুহূর্তের মধ্যে নিয়ে যায়। চোর দলের সদস্য রিকশা চালক, রিকশা নষ্ট হয়ে গেছে বলে মালামালসহ রিকশায় থাকা দুই কর্মচারীকে নামতে বলে।
এক পর্যায়ে চোরের দলের এক সদস্য ‘তার মোবাইল কেন ধরেছে’ এমন কথা বলে ধাক্কা-ধাক্কি করতে থাকে। এ সময়ে রিকশা চালক মালামাল নিয়ে মুহূর্তের মধ্যে উল্টো দিকে পালিয়ে যায়। এক পর্যায়ে চোরদলের অপর এক সদস্যকে দৌড়ে রিকশায় উঠতে দেখা যায়।
পৃথক দু’টি ঘটনাই সি সি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ এসব ঘটনায় কোন কুল কিনারা করতে পারে নি। এ ছাড়াও ঈদকে সামনে রেছে নগরীতে চুরি-ছিনতাই রেড়েই চলছে।