কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় কিশোর অপরাধী ‘র‌্যাগ-ঈগলের’ স্থান নেই: এমপি বাহার

আ ক ম বাহাউদ্দিন বাহার/ ফাইল ছবি

পরাধে জড়িয়ে পড়া কিশোর-তরুণদের সঠিক পথে ফিরে আসার আহবান জানিয়ে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আ.লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না।

‘র‌্যাগ-ঈগলের’ (কিশোর গ্যাং গ্রুপ) জায়গা কুমিল্লায় হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের নজরদারি আছে। আগামী প্রজন্মকে আমরা কিছুতেই ধ্বংস হতে দেবো না।

সোমবার (১৩ মে) কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে ক্রীড়া পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন, কুমিল্লার কিশোর-তরুণদের ক্রীড়ামুখী করতে ৮ একর জায়গা নিয়ে আরো একটি স্টেডিয়াম তৈরি করা হবে। এখানে সব ধরনের খেলাধূলার সুযোগ সুবিধা থাকবে এবং প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা সেখানে অনুশীলন করতে পারবে। স্কুলের বাচ্চাদের নিয়ে এ স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে। আমরা চাই কুমিল্লা থেকেই জাতীয় মানে খেলোয়াড় তৈরি হোক; যার দ্বারা পরিচিতি পাবে আমাদের কুমিল্লা।

আরও পড়ুন >>> কুমিল্লায় কিশোর গ্যাং এর হাতে আবারও স্কুল ছাত্র খুন!

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীরের সভাপতিরত্বে অনুষ্ঠানের শুরুতেই কুমিল্লা প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন সূর্যতরুণ, রানারআপ কমার্শিয়াল ইন্সটিটিউট, সিপিএল চ্যাম্পিয়ন ইয়াং সোসাইটি, রানারআপ ভিক্টোরিয়া স্পোর্টিং এর খেলোয়াড় কর্মকর্তাদের হাতে ট্রফি ও অর্থ পুরুস্কার তুলে দেয়া হয়।

এছাড়াও জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা হাইস্কুলের ক্রিকেটার ও জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহজালাল বলীকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।

আরও পড়ুন