বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার সালাহউদ্দিন জসিম। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
সালাহউদ্দিন জসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে ডিগ্রি আর্জন করেছেন। তিনি দৈনিক যুগান্তর, বাংলানিউজ টুয়েন্টিফোরসহ জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন।
ছাত্রলীগের জাতীয় সম্মেলনের এক বছর পর সোমবার (১৩ মে) ৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এবছর পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১১ জন। এছাড়া বিষয়ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপসম্পাদকের নামও ঘোষণা করা হয়।
গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর (৩১ জুলাই) সভাপতির পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সোমবার পূর্নাঙ্গ হলো কেন্দ্রীয় কমিটি।