কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নকল ট্যাং কারখানায় র‌্যাবের অভিযান

কুমিল্লার চান্দিনায় নকল ট্যাং তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার মাধাইয়ার সোনাপুর এলাকায় কুমিল্লা র‌্যাব-১১ সিপিস -২ এর এক্সপার্ট টিম ঝটিকা অভিযান পরিচালনা করে।

এ সময় ৭ লক্ষ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার টেং জব্দ করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার মাধাইয়ার সোনাপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান প্ররিচালনা করা হয়।

এ সময় ৭ লক্ষ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার টেং জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভেজাল বিরোধী এই অভিযান প্রতিদিন, নিয়মিতই কুমিল্লার বিভিন্ন এলাকায় চলবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

অভিযান পরিচালনাকালে সহায়তা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ডান্ডারী।

এসময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে নামহীন নকল কারখানাটিকে ৫০হাজার টাকা নগত জরিমানা এবং অবৈধভাবে তৈরি কারখানাটিকে সিলগালা করা হয়।

আরও পড়ুন