কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লার শান্তি নষ্ট হবে এমন কোন গ্রুপ সৃষ্টি হতে দেয়া হবে না।
কিছু কিছু স্কুল শিক্ষার্থী বখাটেদের সাথে নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। ঈগল-রেক্সসহ বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে, এ গ্রুপ গুলো একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে।
মঙ্গলবার ৮ রমজান নগরীর ফাইন্ড টাওয়ারে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন সকল গ্রুপকে কঠোর হাতে দমন করা হবে। এ সকল গ্রুপের সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনেকে নির্দেশ দিয়েছেন তিনি।
ইফতার মাহফিলে ইপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা বৃন্দ। দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।