রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সড়কের পাশে অবৈধ দোকান এবং বাজারের যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ।
বুধবার (১৫ মে) দুপুরে জেলার বুড়িচং উপজেলা সদর বাজারে এ অভিযানটি পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট বসে ব্যবসা বাণিজ্য করতে কিছু অসাধু ব্যবসায়িরা। অভিযোগ প্রেক্ষিতে উচ্ছেদ ও মালামাল জব্দ, সড়কের যানজট নিরসনে এবং দ্রব্যের মেয়াদ উর্ত্তীণ তারিখ ও মূল্য তালিকা না থাকাতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মালামালের মধ্যে আম, লিচু, পেয়াজ, সেভেন আপ ও জুসসহ বিভিন্ন মালামাল জব্দ করে সাথে সাথে এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা।