কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নানা শ্বশুরকে বাড়িতে ডেকে নিয়ে বিষ খাইয়ে হত্যা

কুমিল্লা মুরাদনগরে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে আনতে না পেরে সালিশী বৈঠকের নাটক সাজিয়ে মেয়ের নানা শ্বশুর আব্দুল খালেক (৭৫) কে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খালেক মিয়ার ছেলে সোহেল চৌধুরী বাদল বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুল খালেক মিয়ার স্ত্রী আছিয়া বেগম নতুন কুমিল্লাকে জানান, আমার মেয়ে মিনুয়ারা বেগমের ছেলে রাব্বি ও আমার পাশের বাড়ির ভাঙ্গারী ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ের সাথে প্রায় ৩ বছর আগে সর্ম্পক করে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন মাসের একটি সন্তান রয়েছে। উভয়ের দাম্পত্য জীবন সুখে-শান্তিতে চলছিল।

রাব্বির শ্বশুড় কাশেম গত রবিবার দুপুরে তার মেয়েকে বি-বাড়িয়া জেলার রামপুর উপজেলার উজানচর মেয়ের শ্বশুর বাড়ি থেকে আনতে গেলে শ্বশুর-শশুড়ি অসুস্থ থাকায় তাদের পুত্রবধূকে দিতে অপারগতা প্রকাশ করে।

এতে কাশেম ক্ষিপ্ত হয়ে তাদেরকে পর দিন দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে আসে। কাশেম এলাকায় ফিরে ওই দিন সন্ধ্যায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় গ্রাম পুলিশ (চৌকিদার) রহিমের মাধ্যমে রাব্বির নানা খালেক মিয়াকে সন্ধ্যা ৭টায় রামচন্দ্রপুর এলাকার স্থানীয় মাতব্বর হাজী ফুল মিয়ার বাড়িতে ডেকে নেয়।

কাশেম মিয়ার মেয়েকে তার শ্বশুর বাড়িতে নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগে সেখানে খালেক মিয়াকে জুতা পেটাসহ শারীরিক ভাবে নির্যাতন করা হয়।

পরদিন সোমবার সকাল ৯টায় খালেক মিয়াকে আবারও ডেকে নিয়ে পূণরায় মারধর করে জোড়পূর্বক রোজা থাকা অবস্থায় চা পান করায়। সেখান থেকে বাড়ি ফিরে সকাল ১০টার দিকে খালেক মিয়া অসুস্থ হয়ে পড়ে এবং বলে ফুল মিয়া হাজীর বাড়ীতে আমাকে জোরকরে চায়ের সাথে কী যেন খাইয়ে দিয়েছে? আমি আর বাচঁবনা! এসমব বলার কিছুক্ষন পরেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতে ছেলে সোহেল চৌধুরী বাদল বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে ফোন করেও (০১৮৮৫৩৬৭৬৫৪) তার বক্তব্য পাওয়া যায়নি।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সালিশে মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মারধরের ঘটনায় অপমান সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন