কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ২ বছর ধরে কিশোরীকে ধর্ষণ! অতপর …

কুমিল্লার বুড়িচংয়ে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ২বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কিশোরীর বাবা নান্নু মিয়া বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত হোসেল (২০) বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের মোঃ নজির আহমেদের ছেলে।

এ ঘটানায় দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন কাদির মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক সোহেলকে গ্রেফতার করে।

মামলা বিবরণে জানা যায়, উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের রিকশা চালক নান্নু মিয়া ঢাকা শহরে রিকশা চালাতেন। তার স্ত্রী ফরিদা আক্তার একজন মানসিক রোগী। এই সুযোগে একই গ্রামের মোঃ নজির আহমেদের ছেলে সোহেল গত দুই বছর ধরে ওই কিশোরীকে বিভিন্ন সময় সুযোগ বুঝে ধর্ষন করেছেন।

গত ২৪ এপ্রিল মধ্যরাতে সোহেল কিশোরীর ঘরে প্রবেশ করে দৈহিক সম্পর্ক করতে চায়। এসময় কিশোরী সোহেলকে বিয়ের জন্য চাপ দেয়। সোহেল বিয়ে করবেনা বলে জানায় এবং জোর পূর্বক ভাবে কিশোরীটিকে ধর্ষণ করে। বিষয়টি ওই কিশোরী তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের জানান।

কিশোরীর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা সোহেলকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ভাবে তাদেরকে ভয়-ভীতি দেখায়।

এ ঘটনায় বুধবার (১৫ মে) সকালে বুড়িচং থানা পুলিশ অভিযুক্ত সোহেলকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন