কুমিল্লার বুড়িচংয়ে ৯ বছরের শিশু সন্তানকে ধর্ষণ করেছে কবির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। ধর্ষণের ৪ ঘন্টার মাথায় স্থানীয় লোকজন ধর্ষক কবির’কে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সূত্র মতে, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ীতে প্রায় দশ বছর ধরে ভাড়ায় থাকতেন রংপুরের ভ্যান চালক হামিদ মিয়া। হামিদ মিয়ার স্ত্রী অন্যত্র থাকায় সে শিশু সন্তানদের নিয়ে থাকতো, প্রতিদিনের মতো হামিদ মিয়া সকালে ভ্যান নিয়ে বেড়িয়ে যায়। বাড়িতে তার ৯ বছরের কন্যা শিশুসহ আরো দুই শিশু ছিলো।
এসুযোগে সকাল ১০ টায় পাশ্ববর্তী বাড়ির মৃত মোঃ আবদুল আজিজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি কবির হোসেন (৩৭), ভ্যান চালকের ঘরে প্রবেশ করে ৯ বছরের শিশু সন্তান’কে ধর্ষণ করে। ধর্ষণ শেষে কবির হোসেন পালিয়ে গেলে শিশুটি ঘরের বাহিরে এসে চিৎকার করে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।
এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ধর্ষক কবির হোসেনকে দুপুর ২ টার দিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে নিয়ে যায়।
এ ঘটনায় কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ঘটনাস্থল পরিদর্শন করনে। শিশুটির পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করছে।
এবিষয় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আনোয়ারুল হক নতুন কুমিল্লা.কমকে জানান, ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে, ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, ধর্ষক পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।