কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক আজিজুর রহমান।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নারী নেত্রী পাপড়ি বসু, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া, এডভোকেট ফাহমিদা জেবিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি,
আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু মূসা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানে ডাক প্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক এম সাদেক, খাইরুল আহসান মানিক, মাহবুব আলম বাবু, সদস্য জানে আলম দুলাল, আজিজুল হক, চন্দন দাস, সাইফুল ইসলাম সুমন, সুমন কবির, রফিকুল ইসলাম সহ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।