কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আইনুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) উপজেলার পেরিয়া ইউপির বড় সাঙ্গীশ্বর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। আইনুল হক সাঙ্গীশ্বর গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী আইনুল এক মাসের ছুটি নিয়ে গত ২৫ দিন আগে দেশে আসেন। শনিবার সকালে নিজ বাড়িতে ঘরের বৈদুত্যিক বোর্ডে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে প্রাণ হারায়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দু’’মেয়ে রেখে যান। আগামী ১৫ রমজানে সে সৌদি আরব ফেরার কথা থাকলেও আর ফেরা হলনা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির মজুমদার নতুন কুমিল্লা.কমকে তথ্যটি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ রমজানে আইনুল হক সৌদি আরব ফেরার কথা ছিল। শনিবার সকালে নিজ ঘরের বৈদুত্যিক কাজ মেরামতের সময় তার মৃত্যু হয়।