এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে ইয়াতিমদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) নগরীর ছাতিপট্রি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সেবা পরিচালক এপে. গিয়াস উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এপে. কেফায়েত উলাহ্ মজুমদারের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর ৭১নং ক্লাব এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপে. জি এম সামদানী,
সমতটের কাগজ এর সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক বাবুল, সিটি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এপে. আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র সহ-সভাপতি এপে. আরিফুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. আব্দুল হাই শরীফ, মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ডেন্স ডিরেক্টর এপে. এড. আরিফুজ্জামান, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশান ডিরেক্টর এপে. সৈয়দ জাকির হোসেন,
পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. সাইফুর রহমান সুমন, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. আবু ইউসুফ, এপে. এম এ সোহাগ, এপে. সি এম আহাদ, এপে. শাহাদাত হোসেন, এপে. সাইফুল ইসলাম, এপে. আমিনুল ইসলাম, কায়সার, ফারুখ, ওমর সানী, মাহমুদুল হাসান জয়, কাসেম উদ্দিন, জুয়েল রানা প্রমুখ।