কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে আহত ১০

কুমিল্লার তিতাসে সম্পত্তি বিরোধের জের ধরে আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পরিবারে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রথমে আহত ধনু মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে জিয়াউর রহমান বাদী হয়ে অপর আর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুই পক্ষের আহতরা হলো মজিবুর রহমান তারু মেম্বার (৬৬), সাতানী ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান (২২), অপু সারোয়ার (৩৪), রুমানা আক্তার (২৫), মোঃ ধনু মিয়া (৬৫) এর স্ত্রী খোশেদা বেগম (৫০), ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), তফাজ্জল হোসেন (২৫), মোফাজ্জল হোসেন (২৪) ও তফাজ্জল হোসেন এর গর্ভবতী স্ত্রী মৌসুমী (২০)।

পুলিশ সূত্র জানা যায়, মজিবুর রহমান তারু মিয়া সিমানার একটি গাছে রং দিতে গেলে উনার বড় ভাই ধনু মিয়া বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব বাধে এবং হামলায় ধনু মিয়া আহত হয়। পরে ছেলেরা এসে ধনু মিয়াকে হাসপাতালে নিতে চাইলে তারু মেম্বারের পরিবারের লোকজন বাধা প্রদান করলে উভয় পরিবারে ফের রক্তক্ষয়ি সংঘর্ষ বাধে।

ধনু মিয়ার পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় তিতাস সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে গর্ভবতী গৃহবধূ মৌসূমীর অবস্থা আসঙ্কাজনক হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ফারুক হোসেন (৩৫), মো. তফাজ্জল হোসেন (৩২), মোফাজ্জল হোসেন (২৬), সর্ব পিতা ধনু মিয়া, ধনু মিয়া (৫৬) পিতা: মৃত হাফিজ উদ্দিন, খোরশেদা বেগম (৫০) স্বামী ধনু মিয়া, রুমা আক্তার (২৪) পিতা ধনু মিয়া সহ আরও ২/৩ জন অজ্ঞাতনামাসহ একটি অভিযোগ দায়ের করে তিতাস থানায়।

অভিযোগে বলা হয়, রাস্তা নিয়া পূর্ব শত্রুতার জের ধরে ১৮ মে দুপুরে মজিবুর রহমান তারু মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা জিউয়ার রহমানকে একা পেয়ে উল্লিখিত লোকজন হত্যার উদ্দেশ্যে আক্রমন করে।

জিয়াউর রহমান বাড়ী থেকে বের হয়ে পুরান বাতাকান্দি গুদারাঘাট ছাত্রলীগের অফিসে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে মাথায় গুরুতর আঘাত করে বিবাদী পক্ষ। বর্তমানে গুরুতর জখম নিয়ে সে হোমনা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন