কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সেলিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) গভীর রাতে আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটস্থল থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নিহত সেলিম গোলাবাড়ি গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে। এ ঘটনায় সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে নতুন কুমিল্লা.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার রাত ১টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের শাহাপুর দরগাহ মাদরাসার কাছে একটি নির্জন স্থানে অবস্থান নেয়।

মাদক ব্যবসায়ীরা ওই স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সেলিম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

আরও পড়ুন