কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ ৩ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
অন্যরা হলেন, আওয়ামীলীগের বিদ্রোহী গাজী রিয়াজ মাহমুদ এবং জাতীয় পার্টির প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন।
উল্লেখ্য, গত ৯ মে কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ মঙ্গলবার (২১ মে)।
যাচাই বাছাই ২৩ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।