কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ইউপি সদস্যের সাথে সংঘর্ষের রেশ:

কুমিল্লার চান্দিনায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট

কুমিল্লার চান্দিনার উপজেলার পানিপাড়া গ্রামের এক ব্যক্তির সাথে বরুড়া উপজেলার এক ইউপি সদস্যের সংঘর্ষের জের ধরে চান্দিনার প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ীর দোকান-পাট ভাংচুর ও লুটের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা রামমোহন বাজারে চান্দিনার অর্ধশত ব্যবসায়ীর দোকান-পাট ভাংচুর ও লুট করে বরুড়া উপজেলার গোপালনগর গ্রামের লোকজন। এ সময় চান্দিনা ও বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৬ মে) দুপুর সোয়া ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে বাজার প্রায় ফাঁকা।

ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বার আবুল হাসেম নতুন কুমিল্লা.কমকে জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের ইকবাল হোসেন এর সাথে শনিবার বিকেলে বরুড়া উপজেলার খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য অহিদুর রহমান এর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর আহত হয় অহিদুর রহমান।

খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমূল হোসন ঘটনাস্থলে আসেন। তিনি রামমোহন উচ্চ বিদ্যালয়ে গোপালনগর গ্রামের লোকজনকে নিয়ে মিটিং করে ইফতারের পর পুরো বাজারে চান্দিনা উপজেলার যত ব্যবসায়ী রয়েছে তাদের দোকান-পাটে হামলা চালায়।

খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সরদার নতুন কুমিল্লা.কমকে জানান, অহিদুর রহমান মেম্বার এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারা শনিবার বিকেলে তাকে মারধর করে। এদিকে রামমোহন বাজারটি চান্দিনার সীমান্তবর্তী হওয়ায় আমরা সব সময় তাদের কাছে জিম্মি থাকি। তারা এ ঘটনায় আমাদেরকে দোষারোপ করছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লা.কমকে জানান, বাজারের সিংহ ভাগ অংশ বরুড়া উপজেলাধীন। যেসব দোকানগুলোতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে সেগুলো বরুড়া সীমানায়। ঘটনার কথা জানার পর আমাদের থানা পুলিশ সহ জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

আরও পড়ুন