কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ডায়াবেটিক সমিতির বাজেট অধিবেশনে এমপি বাহার

কুমিল্লা ডায়াবেটিক সমিতির ২০১৯-২০ সালের বার্ষিক বাজেট অধিবেশন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ মে) সকালে কুমিল্লা ডায়াবেটিক সমিতির অডিটোরিয়ামে বার্ষিক এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির ২০১৯-২০ সালের বাজেট উপস্থাপন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সঅধারণ সম্পাদক মির্জা কোরাইশি। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। একই সাথে ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বাজেটের অর্থ সিংহভাগ ব্যায় হবে কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতায়।

এছড়াও কুমিল্লা ডায়াবেটিক সমিতি কতৃক পরিচালিত হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে ব্যায় হবে এ অর্থ। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্ট কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

সভাপতিত্ব করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার। উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. আব্দুল কুদ্দুস আখন্দ ও ডা. শহীদউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক অমিতাভ, কোষাদক্ষ প্রবাল শেখর মজুমদার মিঠু, সদস মঞ্জুর বাবু ও হেলাল উদ্দিন।

আরও পড়ুন