কুমিল্লার দাউদকান্দিতে বজ্রপাতে মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন উপজেলার রায়পুর কুশিয়ারা গ্রামের আবু সালামের ছেলে।
নিহতের ভাই নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে জানান, দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে রায়পুর কুশিয়ারা গ্রামের নিজ বাড়িতে বৃষ্টির সময় গাছ কাটছিলেন মনির হোসেন।
এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।