কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন এবং আনন্দ র‍্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম রায়হান উদ্দিনের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ‘মুক্তবুদ্ধি চর্চার স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। রমজান ও বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারিনি।

বিশ্ববিদ্যালয় খোলার পর মন্ত্রী, ইউজিসি চেয়ারম্যান, সাবেক উপাচার্যবৃন্দসহ সবাইকে নিয়ে বৃহৎ আকারে দিবসটি উদ্যাপন করবো। সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের কাঙ্খিত জায়গায় পৌঁছে যাব ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ২৮মে কুমিল্লা শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোটবাড়ির শালবন বিহারের পাদদেশে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

২০০৭ সালের সাতটি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।

আরও পড়ুন