কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদের মিনারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়া নুরু মিয়াজী মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের মাসুকের ছেলে মাসুম (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সবুজ (২৫)।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল আলম নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত ৪-৫ মাস ধরে হবিগঞ্জ জেলার এক ঠিকাদারের মাধ্যমে নাঙ্গলকোটের ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়ায় নুরু মিয়াজী নতুন মসজিদের মিনারের কাজ চলে আসছিল। প্রতিদিনের মত সকালে দু’নির্মাণ শ্রমিক মাসুম ও সবুজ মিনারের উপর বাঁশ বেঁধে কাজ করছিল। এসময় মসজিদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে মিনারে বেঁধে রাখা বাঁশ লেগে মাসুম ও সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

সহপাটিরাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোট ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহীদ উদ্দিন নতুন কুমিল্লা.কমকে জানান, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন