তিতাসে সন্ত্রাস ও মাদক নির্মূলে আগামী ৬ মাসের মধ্যে বন্ধ করতে হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তিতাস-হোমনার এমপি সিআইপি ।
বৃহস্পতিবার (৩০ মে ) তিতাস উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে তিতাস থানা আয়োজিত ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা আহমাদ মেরী আরও বলেন, সন্ত্রাস, অস্ত্রাবাজি, ইয়াবা কারবারি ও চাঁদাবাজদের স্থান তিতাসের মাটিতে হবে না। যারা এসব অপকর্ম করে আওয়ামীলীগকে কলঙ্কিত করেছে তাদেরকে এসব ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দেন তিনি। সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দুর্নীতিবাজ রয়েছেন তাদের ফাইল তৈরি হচ্ছে একদিন গল্পের আকারে সব প্রকাশ হবে। সুতরাং সতর্ক হয়ে যান।
না হলে পরিনাম ভাল হবে না। জনগণের টেক্সের টাকায় আপনাদের বেতন হয়, তাদেরকে উন্নত মানের সেবা দিতে হবে। আগামী ছয় মাসের মধ্যে তিতাস থেকে সব ধরনের দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমি ব্যবসায়ী। সময় লগ্নি করছি, লাভ ভিন্ন কোন কিছু আমি বুঝি না। আমার চাই লাভ। আমার লাভ এটাই জনগণের শান্তি। আমি সময় ব্যয় করলাম কিন্তু জনগণের শান্তি এলো না এটা আমি বরদাস করব না।
এ সময় অন্যাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মুরাদনগর সার্কেল অফিসার মো. জাহঙ্গীর আলম, তিতাস উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মো. জাহাঙ্গীর, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,
কুমিউনিটি পুলিশিং তিতাস থানার সদস্য সচিব শেখ ফরিদ মুন্সী, ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ ভূইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার ও সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক মোল্লা প্রমুখ।
ওপেন হাউজ ডে’তে সভাপতিত্ব করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম।