কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জুমাতুল বিদায় কুমিল্লায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের শেষ শুক্রবার (৩১ মে) কুমিল্লায় জুমাতুল বিদা পালিত হয়েছে। দিনটিতে কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়ে থাকে। রহমত, মাগফেরাত শেষে হয়ে আজ ছিল নাজাতের পঞ্চম দিন। বিদায়ী জুমা হিসেবে জুমাতুল বিদা রোজাদারদের কাছে গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুম্মাতে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে হাজার হাজার মুসল্লি জড়ো হতে থাকেন।

দুপুর ১টার মধ্যে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে স্থান সংকুলান না হওয়ায় মানুষ মসজিদের সামনের রাস্তাগুলোতে নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি দাঁড়িয়ে যান। নামাজ পড়ান মসজিদের খতীব হাফেজ মাওলানা মো. ইব্রাহীম।

এ ছাড়াও কুমিল্লা নগরীর দারোগাবাড়ি মসজিদ, মুন্সেফবাড়ি জামে মসজিদ, ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদ, কুমিল্লা শিক্ষাবোর্ড জামে মসজিদ ও টমচমব্রিজ জামে মসজিদ সহ নগরীর মসজিদগুলোতে ছিল মুসুল্লিদের উপচে পড়া ভীড়।

নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে নগরীর বিভিন্নস্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। মোনাজাতে মুসুল্লিরা চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে স্বজনদের জন্য মাগফেরাত কামনা করে প্রার্থনা করেন। এছাড়া সুখী-সমৃদ্ধ, মাদক ও সন্ত্রাস মুক্ত কুমিল্লা গড়ারও প্রার্থনা করেন খতীব হাফেজ মাওলানা মো. ইব্রাহীম।

আরও পড়ুন