ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের শেষ শুক্রবার (৩১ মে) কুমিল্লায় জুমাতুল বিদা পালিত হয়েছে। দিনটিতে কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়ে থাকে। রহমত, মাগফেরাত শেষে হয়ে আজ ছিল নাজাতের পঞ্চম দিন। বিদায়ী জুমা হিসেবে জুমাতুল বিদা রোজাদারদের কাছে গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুম্মাতে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে হাজার হাজার মুসল্লি জড়ো হতে থাকেন।
দুপুর ১টার মধ্যে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে স্থান সংকুলান না হওয়ায় মানুষ মসজিদের সামনের রাস্তাগুলোতে নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি দাঁড়িয়ে যান। নামাজ পড়ান মসজিদের খতীব হাফেজ মাওলানা মো. ইব্রাহীম।
এ ছাড়াও কুমিল্লা নগরীর দারোগাবাড়ি মসজিদ, মুন্সেফবাড়ি জামে মসজিদ, ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদ, কুমিল্লা শিক্ষাবোর্ড জামে মসজিদ ও টমচমব্রিজ জামে মসজিদ সহ নগরীর মসজিদগুলোতে ছিল মুসুল্লিদের উপচে পড়া ভীড়।
নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে নগরীর বিভিন্নস্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। মোনাজাতে মুসুল্লিরা চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে স্বজনদের জন্য মাগফেরাত কামনা করে প্রার্থনা করেন। এছাড়া সুখী-সমৃদ্ধ, মাদক ও সন্ত্রাস মুক্ত কুমিল্লা গড়ারও প্রার্থনা করেন খতীব হাফেজ মাওলানা মো. ইব্রাহীম।