কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ”কমলপুর বিসমিল্লাহ ফান্ড’র উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থ্য ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে পৌর এলাকায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আমিনুল ইসলাম বাদশা।
বিশিষ্ট ব্যবসায়ী আবু রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আবুল খায়ের মেম্বার, আবদুল মন্নান, আব্দুল খোকন, হাজী বাবুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু, প্রবাসী শামছুল হক, হাসেম মিয়া।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর বিসমিল্লাহ ফান্ডের সদস্য গাজী হাসান, নাজবীর পিয়াস, মেজবাহ উল হক বাদলসহ কমলপুরের প্রবাসীবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী মুজাহিদুল ইসলাম নয়ন, কুয়েত প্রবাসী আবদুল কাদেরসহ কমলপুর গ্রামের প্রবাসী ও বিশিষ্ট ব্যবসীয়ারা।