কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার বরুড়ায় বিদেশী অস্ত্র ও গুলিসহ আটক-৩

কুমিল্লার বরুড়ায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৩টি বিদেশী অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

আটকরা হলেন, জেলার বরুড়া ভবনীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে এর্ং ভবানীপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন কালু মিয়া ওরুপে বাবা কালু (৩৫), বরুড়া পৌর এলাকার মো. মোহসিন (৩২) ও মো. মনির হোসেন (৩২) ।

শুক্রবার (৩১ মে) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ মে) রাত পৌণে ১১ টায় বরুড়া পৌরসভাস্থ মালিবাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন প্রকাশ কালুকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১ শত পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১ লক্ষ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

একই উপজেলায় রাত ১২ টায় অন্য একটি অভিযানে মো. মোহসিনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

ভোর রাতে একই এলাকায় অন্য একটি অভিযানে মো. মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড রিভলবারের গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে বরুড়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার জানান।

আরও পড়ুন