কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মেজবানি খাবারের খুশবুতে মাতোয়ারা কুমিল্লা মহানগরী

মেজবান নিয়ে ছড়াকার সুকুমার বড়ুয়া লিখেছিলেন- ‘ওরে দেশের ভাই খুশির সীমা নাই, জলদি আইয়ু সাজিগুজি মেজবান খাইবার লাই। বদ্দা আইবো বদ্দি আইবো মামু জেডা-জেডি, ঢাকার ভিতর চাডিগাঁইয়া যত বেডাবেডি, বেয়াগগুনে খুশি হইবা ইষ্ট কুডুম পাই। জলদি আইয়ু সাজিগুজি মেজবান খাইবার লাই।’

চাটগাঁয়ের (চট্টগ্রাম) বিখ্যাত খাবার মেজবানি খুশবুতে মাতোয়ারা পুরো কুমিল্লা মহানগরী। চিকন চালের ভাত, চনা ডাল, গরুর মেজবানি ভুনা, গরুর নেহারি, গরুর কালা ভুনা মিলিয়ে মাটির তৈজষপত্রে পরিবেশিত মেজবানি খাবারের স্বাদ এখন কুমিল্লা শহরেই পাচ্ছে ভোজনরসিকরা। বিশেষ করে এবছর রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের ঐতিহ্যেরে এ মেজবানি খাবার।

কুমিল্লা শহরের পুলিশ লাইন্স এলাকায় বসেছে মেজবানি খাবারের জমজমাট পসরা। রোজার শুরু থেকেই বিকেল সাড়ে ৫টার মধ্যেই মেজবানি খাবারপ্রেমিদের ভিড়ে দোকানের ভেতর পরিপূর্ণ হয়ে যায়। চট্টগ্রামের মেজবানি খাবারের অবিকল স্বাদ মিলছে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকার নবাবী মেজবানি প্যাকেজে। খাবারের মান ও পরিবেশের তুলনায় দাম নাগালের মধ্যেই রেখেছে কর্তৃপক্ষ।

কুমিল্লাতে চাটগাঁইয়া জনগোষ্ঠীর ব্যাপক বসতি রয়েছে। এখানে গঠিত হয়েছে চট্টগ্রাম সমিতি। বৈবাহিক সম্পর্কের সূত্র ধরেই দুই জেলার মানুষের মধ্যে এক নিবিড় আত্মীয়তার সেতুবন্ধন গড়ে উঠেছে। যার ফলে চাটগাঁয়ের মেজবানি খাবারের প্রতি কুমিল্লার মানুষের স্বভাবতই আগে থেকেই আগ্রহ রয়েছে।

সেই আগ্রহকে প্রাধান্য দিয়ে নগরীর স্বপ্নবাজ যুবক কামাল আহমেদ চাটগাঁয়ের মেজবানি খাবারের গুরুত্বকে ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লায় তুলে ধরলেন তাঁর মেধা, সৃজনশীল ও শৈল্পিক ধারণায়।

মেজবানি খাবার প্রসঙ্গে কামাল আহমেদ জানান, কুমিল্লা জেলার সাথে চট্টগ্রামের মানুষের সম্পর্ক বেশ আত্মিক। চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্যকে কুমিল্লাতে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই মেজবানি খাবারকে জনপ্রিয় করে তুলতে চাইছি।

তিনি আরও বলেন, ব্যবসায়িক মনোভাব নয়, ঐতিহ্যের জেলা কুমিল্লায় ঐতিহ্যের খাবার ঘিরে সবসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করুক এমন ভাবনা থেকেই মেজবানি খাবারের প্রকৃত স্বাদ তুলে দিতে চাই। মেজবান চট্টগ্রামের ঐতিহ্যের একটি অংশ হলেও এ খাবারের মাধ্যমে দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখা হচ্ছে।

আরও পড়ুন