কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধসহ আহত ৪; আটক ২

কুমিল্লার লাকসামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষে সংঘর্ষে এক বৃদ্ধসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার কলেজ রোডে শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় এ ঘংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার কলেজ রোডে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ মমিন আলী তার সম্পত্তি দখলের চেষ্টা করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে আহত করে। পরে মমিন আলী ও জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মমিন আলির ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে সৈয়দ আলি মিয়া (৬০) ও তার ছেলে ইকবাল (৩৫), ইলিয়াছ (২৫) ও এমরানকে (২৫) বিবাদী করে ওইদিন রাতে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত বৃদ্ধ মমিন আলি নতুন কুমিল্লা.কম-কে বলেন, আমার ঘরে ও আশেপাশে ঝাড়ু দিয়ে দোকানের পাশে রাখলে প্রতিপক্ষ বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমার উপর হামলা চালায়।

অপরদিকে বিবাদী সৈয়দ আলী মিয়া নতুন কুমিল্লা.কম-কে জানান, আমাদের খাবার হোটেলের সামনে ইফতার সামগ্রী বিক্রিকালে মমিন আলি পাশ্ববর্তী ঘর ঝাড়– দিয়ে ধুলা-বালু উড়াতে থাকলে আমার ছেলে ইকবাল বাধা দেয়। আমি আসরের নামাজে মসজিদে থাকায় একা পেয়ে মমিন আলী ও তার ছেলে জাহাঙ্গীর আমার ছেলে ইকবাল ও পাশের দোকানে থাকা অপর ছেলে এমরানের উপর হামলা করে।

এ সময় ধস্তাধস্তিতে মমিন আলি তার টিনের ঘরে পড়ে গিয়ে কয়েক স্থানে কেটে যায়। পরে আমরা এসে উভয় পক্ষকে শান্ত করি। এ ঘটনায় আহত আমার ছেলে ইকবাল ও এমরানকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে নতুন কুমিল্লা.কম-কে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ইকবাল ও এমরান নামে ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন