কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) উপজেলার শ্রীপুর স্থানীয় একটি মসজিদে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি হাসান শাহরিয়া খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর হোসেন বলাই, বিএনপি নেতা কাজী মহব্বত, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলাল মিয়াজী,
পেশাজীবি মোশাররফ হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল অভি, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বক্কর, সাধারণ সম্পাদক বদিউল আলম খাঁ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রদল নেতা জাহাঙ্গীর, ছাত্র নেতা মোঃ উসমান, অনিক, শরীফ ও শ্রমিক দল নেতা সুজন প্রমুখ।