বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও সুস্থতা কামনা করে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১ জুন) কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যাগে নগরীর ঢুলিপাড়াস্থ ফান টাউনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড.কাইমুল হক রিংকু, মহানগর বিএনপি নেতা আব্দুর রউফ চৌধুরী ফারুক, হাজী মাসুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু।