কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় শেষ সময়ে জমজমাট ঈদের বাজার (ভিডিও)

মুসলমানদের প্রধান র্ধমীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবের বাকী আর মাত্র চার দিন। কুমিল্লায় শেষ সময়ে জমে উঠেছে এই উৎসবের কেনা-বেচা। কুমিল্লা মহানগরীর বিভিন্ন অভিজাত মার্কেট ও বিপনী বিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পছন্দের পোশাকটি ক্রয় করতে ঢল নেমেছে ক্রেতাদের। এই ক্ষেত্রে নারী ক্রেতাদের সংখ্যাই বেশি লক্ষ্য করা গেছে।

রবিবার (২ জুন) সরেজমিনে ঘুরে দেখা গেছে, অভিজাত ব্রান্ড আড়ং, টপ টেন মার্ট, সেইলর, স্পার্কগিয়ার, জেন্টলপার্ক, ইজি, সাত্তার খান শপিং কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, চৌরঙ্গী শপিং সেন্টার, নিউমার্কে, ময়নামতি গোল্ডেন টাওয়ার, এবি প্লাজা, কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স, হিল্টন টাওয়ার, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা বিভিন্ন দোকানগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভীড়। শুধু নামীদামী ব্র্যান্ড কিংবা বিভিন্ন মার্কেটই নয়, ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা সাধ্যমত কেনাকাটায় ভীড় জমিয়েছে।

ব্যবসায়ীরা জানান, এবার বাজারে রাজশাহী, নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের তাঁতের কটন, সিল্ক, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন, ইন্ডিয়ান জামদানী, কাতান কাপড়ের চাহিদা বেশি। বিতান গুলোতে ছেলেদের শাট, টি শার্ট, শর্ট পাঞ্জাবি ও পাঞ্জাবি সেট সবার নজর কাড়ছে। বুটিক হাউজগুলোতে তোলা হয়েছে মেয়েদের জন্য দেশী-বিদেশী আপডেট ডিজাইনের বাহারি পোশাক।

ঈদের কেনাকাটা করতে আসা তরুনী খাদিজা ইসলাম নতুন কুমিল্লা.কম-কে জানান, এবারের ঈদ কালেকশনগুলো বেশ চমৎকার। ডিজাইনেও রয়েছে বৈচিত্র। কিন্তু বিক্রেতারা গত ঈদের চেয়ে এবার দাম চাইছেন দুই থেকে তিনগুনেরও বেশি। তাই পছন্দ হলেও বাজেটে না থাকায় কেনা যাচ্ছে না।

ইষ্টার্ণ ইয়াকুব প্লাজার আনোয়ার, সাইফুল, আকাশ ও সাদ্দাম নামে একাদিক ব্যবসায়ী নতুন কুমিল্লা.কম-কে জানান, এবছর ১৫ রমজানের পর থেকেই মার্কেটে ক্রেতাদের সমাগম হচ্ছে। দিন যত এগুচ্ছে বিক্রিও তত বাড়ছে। বলাচলে ঈদ বাজার এখন জমজমাট। অন্যবছর থেকে এবার বেচা-বিক্রি বেড়ে যাওয়ায় আমরা খুবই আনন্দিত।

আপর দিকে, কথা হয় নগরীর মনোহরপুর এলাকায় ‘খাদি ফ্যাশন’ এর সত্ত্বাধিকারী লিমন মজুমদারের সাথে, তিনি নতুন কুমিল্লা.কম-কে জানালেন বিভিন্ন কথা। জানিয়েছেন এ বছর আশানুরূপ বিক্রি হচ্ছে না। সীমান্তলাগোয়া কুমিল্লার অধিকাংশ মার্কেটগুলোতেই এ বছর অবাধে প্রবেশ করছে ইন্ডিয়ার থ্রী-পিস, শাড়ি, পাঞ্জাবিসহ অন্যান্য পোষাকসমূহ।

চাকচিক্য এবং জাঁকালো কাজের কারণে অধিকাংশ ক্রেতাই দেশীয় কাপড় বাদ দিয়ে ঝুঁকছেন ইন্ডিয়ান কাপড়ের দিকে। যার ফলে দেশীয় পোশাকে সাথে পাল্লা দিয়ে টিকতে পারছে না কুমিল্লার বিখ্যাত খাদি বা খদ্দর শিল্প।

আরও পড়ুন