বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুন) লালমাই উপজেলার পেরুল গ্রামে অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ বাদল।
বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ কুয়েত শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া।
এ সময় গরীব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ আবু ইউসুফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতছিলেন, বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।