কুমিল্লায় পাওনা টাকার জেরে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাস ফেরত নাজমুল হাসান মামুন (৩২) নামে এক যুবক। এ ঘটনায় মামুনের বড় ভাই কামাল হোসেন সরকারও (৪০) ছুরিকাঘাতে আহত হন।
সোমবার (৩ জুন) রাতে কুমিল্লা সদরের উত্তর কালিয়াজুড়ি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান মামুন কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কোড়েরপাড় এলাকার মৃত. রফিক সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কামাল হোসেন সরকারের কাছে চাচাতো ভাই শহিদ টাকা পাওনা ছিলেন। সন্ধ্যায় সেই পাওনা টাকার জন্য শহিদ গালমন্দ করায় নাজমুল হাসান মামুন প্রতিবাদ করে। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে শহিদ।
এ সময় কামাল হোসেন সরকার এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত কামাল হোসেন সরকারকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
কুমিল্লা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন নতুন কুমিল্লা.কম-কে জানান, খবর পেয়ে মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক শহিদকে গ্রেফতার জন্য পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান।