কুমিল্লার লাকসামে রিয়াজ হোসেন (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিয়াজ হোসেন উপজেলার বাকই (দঃ) ইউনিয়নের তারাপুর গ্রামের স্বামী পরিত্যাক্ত আশা বেগমের ছেলে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার নতুন কুমিল্লা.কম-কে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (১ জুন) বিকেল রিয়াজ হোসেন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (৫ জুন) দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে বাঁশ ঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়।
বৃহস্পিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে প্রেরণ করা হবে বলে ওসি মনোজ কুমার জানান।