কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান তাদের শপথ বাক্য পাঠ করান । ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপির ছোট ভাই বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার এবার তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
ভাইস-চেয়ারম্যান পদে আবদুল হাই বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপিকা নাছিমা আক্তার পুতুল শপথ গ্রহন করেন। এসময় বিভাগীয় কার্য্যালয়ের কর্মকর্তা,কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,বিভিন্ন উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পাটির প্রার্থী জোনাকী মুন্সি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।
ভাইস-চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপিকা নাছিমা আক্তার পুতুল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
এতে করে আবদুল হাই বাবলু তৃতীয় বারের মতো ভাইস-চেয়ারম্যান এবং অধ্যাপিকা নাসিমা আক্তার পুতুল প্রথম বারের মতো মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।