কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

ইজতেমা বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

কুমিল্লার মুরাদনগরে সা’দ পন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক সড়ক অবরোধ করেছেন মাওলানা জোবায়ের পন্থীরা।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দেবিদ্বার, হোমনা, তিতাস ও মুরাদনগরের মাওঃ যোবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের সাথীরা জড়ো হয়।

এসময় মুরাদনগর উপজেলা কওমি মাদরাসার সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাখরনগর ইজতেমা মাঠে যাওয়ার পথে রহিমপুর এলাকায় পুলিশের বাধার মুখে কোম্পানীগঞ্জ-হোমনা সড়ক দখল করে অবস্থান কর্মসূচী পালন করে।

এতে সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে মুসুল্লীরা।

মুরাদনগর উপজেলা কওমি মাদ্রাসার সভাপতি মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ বলেন, কাদিয়ানী সা’দ পন্থীরা বাখরনরর গ্রামে ৩দিন ব্যাপি ইজতেমার প্রস্তুতি চালাচ্ছে।

তাই আমরা আমাদের সাথী ভাইদের নিয়ে ইজতেমা অভিমুখে রউনা করেছি সা’দ পন্থীদের ইজতেমা মুরাদনগরের মাটিতে করতে দেয়া হবে না । ইতিমধ্যে আমাদের মুরব্বিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেছেন। তারা আমাদের জানিয়েছেন জেলা প্রশাসক আলেচনা স্বাপেক্ষে ইজতেমা স্থগিত করার ঘোষনা দিয়েছেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মাওঃ আমজাদ হোসাইন, মুফতি সাদেকুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মাওঃ সালমান, মাওঃ মোতালিব খান, মাওঃ গিয়াসউদ্দিন, মাওলানা ইউসুফ প্রমুখ।

আরও পড়ুন