কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসায়ী বাদল দেবনাথকে (২৮) ১শ’ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর ফাঁড়ী পুলিশ ময়নামতি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আটক সে ইউনিয়নের রামপাল কালা কবিরাজের বাড়ীর মৃত সুরেন্দ্র দেবনাথের ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহীন কাদির নতুন কুমিল্লা.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার রাত ১০টায় বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহে তল্লাসী করে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই শাহীন কাদির জানান।