কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অবশেষে অনুমতি মেলেনি কুমিল্লায় সা’দ পন্থীদের ইজতেমার (ভিডিও)

ইজতেমাস্থলে পুলিশ মোতায়েন /ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে তাবলীগ জামাতের সা’দপন্থীদের জেলা ইজতেমা প্রশাসনের অনুমতি না পাওয়ায় বন্ধ হয়ে গেছে। তাবলীগ জামাতের দুই গ্রুপের (যোবায়ের গ্রুপ-সা’দ গ্রুপ) মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ইজতেমা বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

মঙ্গলবার (১৮ জুন) রাতে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক তিনি এই আদেশ দেন। অপ্রীতিকার ঘটনা এড়াতে ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তার ২২ জুন পর্যন্ত সেখানে অবস্থান করববে।

জানা যায়, তাবলীগ জামাতের সাদপন্থীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমার আহবান করে। উক্ত স্থানে সাদ পন্থীদের কে ইজতেমা করতে এবং বিভ্রান্তীর সৃষ্টি না করার জন্য দাবি জানায় তাবলীগ জামাতের অপর গ্রুপ জুবায়েরপন্থীরা। সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মঙ্গলবার জুবায়ের পন্থীরা উপজেলায় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করে।এ সময় জুবায়েরপন্থীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

ভিডিওটি দেখতে >>> এখানে ক্লিক করুন

তাবলীগ জামাতের বিরাজমান দুটি গ্রুপের বিবেক এবং দ্বন্ধ এবং চলমান উত্তেজনা দেখে প্রশাসন সা’দপন্থীদের জেলা ইজতেমার অনুমোদন দেয়নি। পরে সাদ পন্থীরা উক্ত স্থানে সমবেত হওয়ার চেষ্টা করে।

অপরদিকে ইজতেমা প্রতিহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করে জুবায়েরপন্থীরা। এ ঘটনায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেখানে প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম নতুন কুমিল্লা.কমকে বলেন, ইজতেমা মাঠে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ২২ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে।

আরও পড়ুন>>> ইজতেমা বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আরও পড়ুন