কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে আটক ৩

কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে চট্টগ্রামে গাঁজা নেয়ার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) ভোরে সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট ক্যাক্টরি গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুজরা এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৬), চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকার স্বপন দে’র ছেলে রানা দে (২৬) ও মো. বাদশা মিয়ার ছেলে মো. সাইফুদ্দিন (২৮)।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি (চট্ট মেট্রো-গ-১৩-৩৯৮১) জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

মাশকুর রহমান নতুন কুমিল্লা.কম-কে জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এক পর্যায়ে প্রাইভেটকারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে বলে র‍্যাব পরিচালক মিমতানুর রহমান জানান।

আরও পড়ুন