কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৬) ও আবদুল্লাহ রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই সহদোর লাকসাম এসিল্যান্ড অফিস সংলগ্ন পশ্চিমগাঁও সোয়াছয়আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে।

নিহত আবদুল্লাহ বোরহান লাকসাম আল-আমিন ইন্সটিটিউটের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতদের পিতা মুফতি মাওলানা মাজহারুল ইসলাম নতুন কুমিল্লা.কম-কে জানান, আমি জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর স্ত্রী নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় বোরহান ও রায়হান খেলার ছলে ঘরের পাশে ডোবার পাড়ে যায়।

নামাজ শেষে নাছরিন আক্তার তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজা-খুজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা ডোবার পাড়ে তাদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দু’জকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত দেড়মাস পূর্বে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মোঃ ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরপর তিন সন্তানকে হারিয়ে শোকে কাতর পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা।

আরও পড়ুন