সড়ক দূর্ঘটনায় নিহত নাসুয়া এসোসিয়েটের কর্মচারির ফয়জুল্লা রাব্বির মায়ের হতে অনুদান তুরে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লার মহানগর আওয়ামীরীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
গত ৬ মে নাসুয়া এসোসিয়েটের কর্মচারি ফয়জুল্লা রাব্বি কর্মরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এ খবর শুনে নাসুয়া এসোসিয়েটের চেয়ারম্যান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নিহতের পরিবারকে আর্থিক অনুদানের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে কুমিল্লা ক্লাবে নিহত ফয়জুল্লা রাব্বি’র মায়ের হাতে অনুদানের অর্থ তুলে দেন আ ক ম বাহাউদ্দিন বাহার।
এডিসন গ্রুপ (সিম্ফনি), নাসুয়া গ্রুপ, নাসুয়া গ্রুপের কর্মকর্তা কর্মচারি মিলে অনুদানের অর্থ দেয়া হয়। এসময় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা প্রদান করেন।
উপস্থিত ছিলেন সিম্ফনি হেড অব সেলস্ এম এ হাফিজ, ক্লাস্টার ম্যানেজার এমডি রাশেদ, নাসুয়া এসোসিয়েটের এমডি কুতুব উদ্দিন শাওন।