কুমিল্লার লালমাইয়ে মোতালেব হোসেন ভুঁইয়া নামে এক ভুয়া ম্যাজিস্ট্র্যেটকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ দণ্ডাদেশ দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন নতুন কুমিল্লা.কম-কে জানান, বুধবার বিকালে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের আমির হোসেন ভুঁইয়ার ছেলে মোতালেব হোসেন ভুঁইয়া ভুশ্চি বাজারস্থ রেদোয়ান মেডিকেল হলে যায়।
এ সময় মোতালেব হোসেন ভুঁইয়া নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দায়িত্বরত পল্লী চিকিৎসক রেদোয়ানুর রহমানের শিক্ষাগত যোগ্যতাসহ চিকিৎসা সেবা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এবং ঘুষ দাবী করে।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও উৎসুক জনতা মোতালেবকে আটকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কেএম ইয়াসির আরাফাত তার নিজ কার্যালয়ে ভুক্তভোগীদের স্বাক্ষী ও পুলিশের বক্তব্য শুনে মোতালেব হোসেন ভুঁইয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপন দিকে, উপজেলার আজবপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে সফিক মিয়া প্রকাশ মনু মিয়া নামে এক বখাটেকেও ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় বলে ইনচার্জ তোফাজ্জল হোসেন।