কুমিল্লা ইপিজেডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে ইতাশিয়া ইন্টারলাইনিং নামের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার কারণ দেখিয়ে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়নি ইপিজেডের নিরাপত্তা কর্মীরা। কারখাটিতে কাপড়ের বকরম তৈরি করা হতো।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ নতুন কুমিল্লা.কম-কে জানান, সকাল ৮টার দিকে ইতাশিয়া ইন্টারলাইনিংআগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কুমিল্লা সদর, চৌদ্দগ্রাাম ও চৌয়ারাবাজার ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কী পরিমাণ মালামাল ও কিংবা মেশিনপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে তিনি জানাতে পারেনি।
ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমএ আজিজ নতুন কুমিল্লা.কম-কে জানান, খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে ইপিজেডে প্রবেশের সকল গেটে পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলস লি: এ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।