কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় অভিভাবক সমাবেশ ও কৃতিদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২২জুন) চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার ৭৩২জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম ও থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য মনির খন্দকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, বিভিন্ন বিদ্যালয় প্রধান, অভিভাবক-শিক্ষার্থী প্রমুখ।

আরও পড়ুন