কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় রেলওয়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণ

কুমিল্লায় রেলওয়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণসহ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগ উঠেছে। কুমিল্লার ময়নামতি রেল ক্রসিংয়ের কাছে দৌয়ারা মৌজায় রেলের একটি পুকুর ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলে কুমিল্লা রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পূর্ত রাম নারায়ণ ধর নতুন কুমিল্লা.কম-কে বলেন, জাবেদ নামে এক ব্যক্তি ময়নামতি রেল ক্রসিং সংলগ্ন দৌয়ারা মৌজার জেএল নং-১০৩, সিট নং-১ এবং ৪৬৫ ও ৪৬৬ দাগের সম্পত্তি দখল করেছেন। জাবেদ বর্তমানে রেলের পুকুর ভরাট করে ঘর নির্মাণ করছেন।যা অবৈধ ও নিয়ম বহিরর্ভূত। এ দাগের সব শতভাগ রেলওয়ের সম্পত্তি।

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য এজাহার দেওয়া হয়েছে। এ অবৈধ দখল সম্পর্কে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইডব্লিউ/কুমিল্লা কানুনগোকে জানানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত জাবেদ মিয়া নতুন কুমিল্লা.কম-কে বলেন, আমার দখলকৃত সম্পত্তির বিএস খতিয়ান রয়েছে। তবে সিএস ও আরএস এর কোনও কাগজপত্র নেই। আমার বাবা রেল কর্তৃপক্ষকে সম্পত্তির সঠিক মূল্য দিয়ে বিএস খতিয়ান নিয়েছেন। এছাড়াও এই সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের দখলে আছে।

কানুনগো কাউছার হামিদ নতুন কুমিল্লা.কম-কে বলেন, রেলওয়ের ওই সম্পত্তি অবৈধ দখলের বিরুদ্ধে আমিও একটি মামলা করেছি। শুনেছি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে যাওয়ার পর তাদের বাধা দেওয়া হয়েছে। রাজনৈতিক শক্তির কারণে অবৈধ দখলদাররা এখনও টিকে আছে।

আরও পড়ুন